ভাদু খু*নের ৭ মাস পর মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই

0
1

তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। ভাদু শেখ খুনের সাতমাস পর ফয়জল শেখ ওরফে পলাশকে গ্রেফতার করল সিবিআই। ইতিমধ্যেই তাঁকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:গ্রেফতার ভাদু শেখ খু*নের অন্যতম প্রধান অভিযুক্ত সোনা শেখ

গতও ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদুকে।তদন্তে নেমে সিবিআই জানতে পারে ভাদু খুনে যোগ রয়েছে পলাশের। এরপরই খোঁজ শুরু হয়। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিল পলাশ। সম্প্রতি বাড়ি ফেরে ফয়জল। গোপন সূত্রে খবর পেতেই অভিযান চালিয়ে পলাশকে  গ্রেফতার করে সিবিআই।

প্রসঙ্গত, গত ২১ মার্চ বগটুই মোড়ে একটি চায়ের দোকানে খুন করা হয়েছিল ভাদুকে। তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। সিসিটিভির ওই ভিডিয়োয় যে যুবককে বোমা ছুড়তে দেখা গিয়েছিল সেই ফয়জল ওরফে পলাশ বলে সিবিআই সূত্রে খবর।