গতকালই আসন্ন নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।আর সেই দলে অনেক ক্রিকেটার সুযোগ পেলেও বেশ কিছু যোগ্য ক্রিকেটাররা বাদ পড়েছেন। আর এর মধ্যে অন্যতম হলেন তরুণ ওপেনার পৃথ্বী শ। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৪৭.৫০ এর গড় ও ১৯১ এর স্ট্রাইক রেটে ২৮৫ রান করেছেন মুম্বইয়ের এই ব্যাটার। কিন্তু তা সত্ত্বেও আসন্ন নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সফরে টি-২০ ও একদিনে সিরিজে সুযোগ পাননি পৃথ্বী। আর এতেই হতাশ তিনি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ে পড়ল তাঁর আবেগের কথা।
জাতীয় দল ঘোষণার পর পৃথ্বী নিজের ইনস্টাগ্রামে সাই বাবার ছবি শেয়ার করে লেখেন, “আশা করছি আপনি সব কিছু দেখছেন সাই বাবা।”
এরপরই সোশ্যাল মিডিয়ায় তার করা পোস্ট নিয়ে শোরগোল পরে যায়। যদিও আগামিদিনে পৃথ্বীর সুযোগ পাওয়ার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচক চেতন শর্মা। এই নিয়ে চেতন বলেন, “আমরা ইতিমধ্যেই পৃথ্বীর দিকে নজর রাখছি, আমরা পৃথ্বীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, খুব ভালো করছেন উনি। ওনার তরফ থেকে কোনও ভুল নেই। বিষয়টি হল, যারা এই মুহুর্তে খেলছে, এবং যারা পারফরম্যান্স করেছে, তারা প্রত্যেকেই তাদের সুযোগ পেয়েছে।”
এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত হোম সিরিজে টি-২০ দলে ফিরে আসা উমেশ যাদব কেবল বাংলাদেশে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছেন। এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় উমেশ লিখেছেন, “হয়ত তুমি আমায় বোকা বানাতে পারো কিন্তু ঈশ্বর তোমায় দেখছেন সেটি মাথায় রেখো।”
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস