হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন, ইরানে খ্যাতনামা শেফকে পিটিয়ে খু*ন

0
1

জন্মদিনের আগেই পিটিয়ে খু*ন করা হলো ইরানের(Iran) নামী শেফ মেহরশাদ শাহিদিকে(Shef meharshad Shahidi)। পুলিশ হেফাজতে ২২ বছরের তরুণী মাহসা আমিনিকে হ*ত্যার ঘটনায় ইরানে যে হিজাব বিরোধী আন্দোলন চলছে তাতে সমর্থন দিয়েছিলেন শাহিদি। তার জেরেই বছর ১৯ এর ওই যুবককে হেফাজতে নিয়ে পিটিয়ে মারে পুলিশ। যেদিন তাকে খু*ন করা হয় তার পর তিনি ২০ বছরে পা দিতেন শাহিদি।

হিজাব-বিরোধী আন্দালনে যোগ দেওয়ায় ২৫ অক্টোবর শাহিদিকে তুলে নিয়ে যায় পুলিশ। হেফাজতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে বলে অভিযোগ। জানা গিয়েছে, খুলিতে আঘাতের কারণে মৃত্যু হয়েছে তাঁর। শাহিদির পরিবারের দাবি, তাদের ছেলের হৃদরোগে মৃত্যু হয়েছে বলার জন্য চাপ দিচ্ছে প্রশাসন। এদিকে, ইরানের প্রধান বিচারপতি আবদোলমেহদি মৌসাভি অবশ্য জানিয়েছেন, শাহিদির দেহে হাত, পা বা খুলি ভাঙার কোনও চিহ্ন মেলেনি। তবে শাহিদির মৃত্যু নিয়ে ইরানে নতুন করে অশান্তির আগুন জ্বলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২৯ অক্টোবর তাঁর শেষকৃত্যের পর বিক্ষোভ মিছিলে পা মিলিয়েছে হাজার হাজার মানুষ। বিশ্লেষকদের মতে, এই ঘটনায় ইরানের মোল্লাতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ আরও জোরালো হয়ে উঠবে। দেশটির বর্তমান সুপ্রিম লিডার আয়াতল্লা আলি খামেনেই ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ক্ষমতাচ্যুত করার প্রবল দাবি উঠছে।

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের মারে মৃত্যু হয় তরুণী মাহসা আমিনির। তারপর থেকেই দেশজুড়ে চলছে প্রতিবাদী মিছিল। স্বৈরশাসকের বিরোধিতায় ইরানে পথে নেমেছেন হাজার হাজার মহিলা। তাদের সমর্থন দিচ্ছে পুরুষদের একাংশ। তবে এত কিছুর পরও নিজেদের অবস্থান বদলে নারাজ ইরান সরকার। এই আন্দোলনের পিছনে আমেরিকার ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে ইরান।