ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী, করতে পারেন কোচবিহারে মদনমোহনের রাশ উৎসবের সূচনা

0
2

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শেষে ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ নভেম্বর কোচবিহারে মদনমোহনের বিখ্যাত রাশ উৎসবের সূচনা হতে পারে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। আগামী সোমবার শুরু হচ্ছে ২০০ বছরেরও পুরোনো ঐতিহ্যবাহী ওই উৎসব। চলবে দু’সপ্তাহ। রাশ উৎসব কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দিল ৩ সপ্তাহের ব্যবধানে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি।

এর আগে অক্টোবরের মাঝামাঝিই উত্তরবঙ্গে সফর করেছিলেন মুখ্যমন্ত্রী। বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগদান থেকে রাজনৈতিক, প্রশাসনিক বৈঠক এবং মাল নদীতে ভাসান চলাকালীন হড়পা বানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন। এবার ফের মুখ্যমন্ত্রীর কোচবিহার যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, আগামিকাল বুধবার তামিলনাড়ু যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দু’দিনের এই সফরের শুরুতেই তিনি যাবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে। সেখানে বিজেপি বিরোধী দুই মুখ্যমন্ত্রীর মধ্যে একটি বৈঠক হওয়ার কথা আছে। পরদিন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বাংলার রাজ্যপাল লা গণেশনের দাদার ৮০তম জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিনই কলকাতায় ফিরবেন তিনি।