হলদিয়ায় চমক, কুণালের সঙ্গে দেখা করলেন ২ পদত্যাগী বিজেপি নেতা

0
1

হলদিয়ায় কুণাল ঘোষের সঙ্গে কথা বললেন পদত্যাগী ২ বিজেপি নেতা। মঙ্গলবার বিকেলে এক চা চক্রে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ও কাঁথি সাংগঠনিক যুব মোর্চার পর্যবেক্ষক বটকৃষ্ণ দাস এবং নন্দীগ্রাম ১ দক্ষিণ মণ্ডল সভাপতি জয়দেব দাস।  আগেই দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন বটকৃষ্ণ দাস ও জয়দেব দাস। ছেড়েছেন সদস্য পদ। দিন  কয়েক আগে  তারা বিজেপি ছাড়ার পরে সৌজন্যের নজর দেখিয়ে তৃণমূলের প্রতিনিধিরা দেখা করেছিলেন বিজেপির পদত্যাগী এই দুই নেতার সঙ্গে।

নন্দীগ্রামের এই দুই নেতা মঙ্গলবার যখন দেখা করতে আসেন সেখানে কুণালের সঙ্গে ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। সূত্রের খবর শীঘ্রই তারা যোগ দেবেন তৃণমূলে।

এদিন এই দুই নেতার নিরাপত্তায় পুলিশি নিরাপত্তা দেওয়া হয় তাদের। সূত্রের খবর, আগামী ৪ নভেম্বর নন্দীগ্রামের মহেশপুরে সভা করবে তৃণমূল। সেখানেই সম্ভবত যোগ দিতে পারেন নন্দীগ্রামের গেরুয়াশিবির ত্যাগী দুই নেতা।

শুভেন্দু মোকাবিলায় অধিকারী গড়ে তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছে কুণালকে। পঞ্চায়েত ও হলদিয়া পুরভোটের আগে কুণালকে এই গুরুদায়িত্ব শীর্ষ নেতৃত্বের। আজই কুণালকে হলদিয়া থেকে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল। হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব সামলাবেন কুণাল। জেলা ও ব্লক নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব সামলাতে আজই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কুণাল।