ইতিমধ্যে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার ৬ রাউন্ডের এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন সাদা-কালো ব্রিগেড। চ্যাম্পিয়ন হয়ে গেলেও, শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে গুরুত্ব মার্কাস জোসেফের।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে ডার্বি ম্যাচ নিয়ে জোসেফ বলেন, “আগামিকালের ডার্বি ম্যাচ যথেষ্ট গুরুত্বপুর্ণ আমাদের দল এবং সমর্থকদের জন্য। মহামেডান এবং ইস্টবেঙ্গল প্রতিদ্বন্দ্বীতা যথেষ্ট বড়। আমরা আত্মবিশ্বাসী এবং আমরা চেষ্টা করবো ম্যাচটি জেতার।”
এর পাশাপাশি তিনি আরও বলেন,”আসন্ন আইলিগের জন্য কলকাতা লিগের প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই ম্যাচগুলি আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। এবং এই ম্যাচগুলি আমাদের ম্যাচ ফিটনেস ধরে রাখতে সাহায্য করছে।”

এদিকে একটি দলের সমর্থরাই যে আসল সম্পদ তা জানেন জোসেফ। এদিন সাদা-কালো সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এতদিন সমর্থন করে এসেছেন। ভবিষ্যতেও করতে থাকুন। আমরা আমাদের সেরাটা দেবেবং চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার।”
আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে মাচ হারলেও খেলতে নেমে অনন্য নজির গড়লেন রোহিত














































































































































