ভাইরাল কোহলির হোটেলের ঘরের ভিডিও, কী পদক্ষেপ নিল আইসিসি?

0
3

সকাল দিয়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিরাট কোহলির হোটেলের ঘরের একটি ভিডিও। পারথে ভারতীয় দল যে হোটেলে রয়েছে, সেই ক্রাউন পারথ হোটেলে কোহলির ঘরের একটি  ভিডিও তোলা হয়েছে। এবং সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক। ওই ভিডিও নিয়ে পাল্টা পোস্ট করেন কোহলি। যেই ভিডিওর মাধ্যমে ঝড়ে পরে তাঁর ক্ষোভ। আর এবার এই ঘটনার জন‍্য ক্ষমা চাইল আইসিসি। এছাড়াও জানা যাচ্ছে, কোহলির ঘরের ভিডিও সঙ্গে জড়িত কর্মীকে বরখাস্ত করেছে ক্রাউন পারথ হোটেল। টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে আইসিসি। খেলোয়াড়দের সুরক্ষা, তাদের দেখভালের ব্যবস্থাও তাদের ওপরই। আর সেই কারণে আইসিসি-ও গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছে।

এই নিয়ে এদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক মুখপাত্র জানিয়েছেন, “ক্রাউন পারথ হোটেলে আইসিসি টি-২০ বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলের এক সদস্যের গোপনীয়তা লঙ্ঘন করার ঘটনায় আইসিসি অত্যন্ত হতাশ। ইভেন্ট হোটেল এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে একযোগে কাজ করবে আইসিসি। এটা বিক্ষিপ্ত একটা ঘটনা। খেলোয়াড়দের নিরাপত্তার দিকটা সবার আগে আমাদের দেখতে হবে।”

সোমবার সকালে একটি ভিডিও পোস্ট হয়। সেই ভিডিওটিতে দেখা যায়, কয়েক জন কোহলির হোটেলের ঘরে ঢুকে ভিডিও করছেন। ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রীর ভিডিও তুলছেন তাঁরা। বিরাটের জুতো, জামা-কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচগারেরও ভিডিও করা হয়েছে। সেই সময়ই দেখা যায়, কোট-প্যান্ট পরা দু’তিন জন রয়েছেন কোহলির হোটেলের ঘরে। তাদের দেখে মনে হচ্ছিল, হোটেলেরই কর্মী তাঁরা।

এই ভিডিও পাল্টা প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেন বিরাট। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন,” আমি জানি, ভক্তরা সব সময় তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে? এই ধরনের ভালবাসা আমি চাই না। এভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাঁদের বিনোদনের পণ্য করে তুলবেন না।”

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে হারের জন‍্য কাকে কাঠগড়ায় তুললেন গাভাস্কর?