নাটকের মহড়ায় ফাঁসির দৃশ্যে অভিনয় করতে গিয়ে মৃ*ত্যু সপ্তম শ্রেণির ছাত্রের

0
2

ক’দিন পরেই স্কুলের বাৎসরিক অনুষ্ঠান। তাই নাটকের রিহার্সাল চলছিল। ভগত সিং-এর চরিত্রে অভিনয় করছিল সপ্তাম শ্রেণির এক ছাত্র। কিন্তু ফাঁসির অভিনয় করার সময় মৃত্যু হল ওই পড়ুয়ার।  ১২ বছর বয়সি ওই পড়ুয়ার নাম সঞ্জয় গৌড়া। কর্নাটকের কোলারের ঘটনা। মৃত কিশোর কোলারের এসএলভি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন:কর্নাটকে প্রকাশ্য অভিযোগ জানাতে আসা মহিলাকে  প্রকাশ্যে সপাটে চড় বিজেপি মন্ত্রীর 

স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভগৎ সিংহের জীবনীর উপর ভিত্তি করে একটি নাটক হওয়ার কথা। সেই নাটকে ভগৎ সিংহের চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া দেওয়া হয়েছিল সঞ্জয়কে।

পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতে একা একাই ওই নাটকের মহড়া দিচ্ছিল সে। বাড়িতে কেউ না থাকাকালীনই ভগৎ সিংহের ফাঁসির দৃশ্যের মহড়া দেওয়ার সময় হঠাৎই গলায় ফাঁস লেগে যায় ওই কিশোরের। ছটফট করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাড়ি ফিরে আসার পর ওই কিশোরের মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ততক্ষণে সব শেষ। জানানো হয় পুলিশকেও। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের তরফে সঞ্জয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাতিল করার পরিকল্পনা করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও খবর।