মহামেডানকে সমীহ লাল-হলুদ কোচ বিনু জর্জের

0
1

আগামিকাল কলকাতা লিগের ডার্বি। ইস্টবেঙ্গলের মুখোমুখি মহামেডান স্পোর্টিং ক্লাব। লিগে এক ম‍্যাচ বাকি থাকতেই ইতিমধ্যেই চ‍্যাম্পিয়ন হয়ে গিয়েছে সাদা-কালো ব্রিগেড। তবে সেসব নিয়ে মাথা ঘামাতে নারাজ লাল-হলুদ কোচ বিনু জর্জ। বরং মহামেডানের বিরুদ্ধে জিততে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

এদিন আগামিকালের ম‍্যাচ নিয়ে বিনু জর্জ বলেন, “মহামেডান স্পোর্টিং খুবই ভালো দল, তাঁরা আইলিগও খেলছে। আমি খুব খুশি তাদের বিরুদ্ধে ম্যাচ হওয়ায়। আমার দলের খেলোয়াড়রা তরুণ। তাঁরা সবসময় মুখিয়ে থাকে বড় দলের বিরুদ্ধে খেলার জন্য। আমি আশা করি মহামেডানের মতন বড় দলের বিরুদ্ধে আমার খেলোয়াড়রা ভাল খেলবে। কলকাতা লিগ ভারতের অন্যতম পুরাতন লিগ। এই লিগ খেলে আমার খেলোয়াড়রা অনেক কিছু শিখেছে এবং অভিজ্ঞতা সংগ্রহ করেছে।”

এদিকে শনিবারই ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বিতে হারের মুখ দেখেছে লাল-হলুদ। সেই নিয়ে বিনু জর্জ সমর্থকদের উদ্দেশে বলেন, “প্রথমেই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি হারার জন্য সমর্থকদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা প্রতিদিন উন্নতি করছি এবং ভবিষ্যতে আরও উন্নতি করব। আপনারা সমর্থন করতে থাকলে আমাদের খেলোয়াড়রা আরও ভাল খেলার অনুপ্রেরণা পাবে।”

আরও পড়ুন:ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে কী বললেন সাদা-কালো ব্রিগেডের এই তারকা বিদেশি?