প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী

0
1

প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty)। সোমবার ভোর ৪টেয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন সোনালি।

আরও পড়ুন:গুরুতর অসুস্থ সোনালী চক্রবর্তী! কী হয়েছে অভিনেত্রীর?

সোনালি স্বামী টলিউডের অভিনেতা শংকর চক্রবর্তী (Shankar Chakraborty) জানান, গত দুদিন ধরে ই অসুস্থতা বেশি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে।  তাদের কন্যা থাকেন মুম্বই।

আটের দশক থেকে বড় পর্দায় নিয়মিত অভিনয় করেছেন সোনালি। সঙ্গে ছিল টিভি সিরিয়াল এবং মঞ্চে অভিনয়। অভিনেতা শংকর চক্রবর্তী সঙ্গে বিয়ে হয় তাঁর। দীর্ঘদিন অভিনয় জীবন চালিয়ে গিয়েছেন। তবে অসুস্থতার কারণে বেশ কিছুদিন তাঁকে পর্দায় আর দেখা যাচ্ছিল না। এবার দীপাবলিতেও শংকরের সঙ্গে বাড়িতে প্রদীপ জ্বালিয়েছেন সোনালি। এদিন তারার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। নিজের ফেসবুক পেজে সোনালির ছবি দিয়ে শংকর লিখেছেন, “ভরা থাক স্মৃতি সুধায়।”