প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির বিরাটের

0
1

রবিবার পার্থে টি-২০ বিশ্বকাপে খেলতে নেমে অনন্য নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ রান করতেই বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে টি-২০ বিশ্বকাপে ১০০০ রান হয়ে গেল ভারতের প্রাক্তন অধিনায়কের। তাঁর রান ১০০১। যদিও ১২ রানে আউট হওয়ায় টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান করা হল না বিরাটের। তার জন‍্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে একমাত্র ছিল জয়বর্ধনের। ১০১৬ রান তার। সেই তালিকায় ঢুকে গেলেন কোহলিও। আর ১৬ রান করলে কোহলিই হবেন টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক। নেদারল্যান্ডসের বিরুদ্ধেই ক্রিস গেইলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন কোহলি। বিশ্বকাপে ৩৩টি ম্যাচ খেলে গেইল করেছেন ৯৬৫ রান। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপে ৩৫টি ম্যাচ খেলে রোহিতের সংগ্রহ ৯০৪ রান।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে ধাক্কা ভারতের, দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারল রোহিতরা