রাহুলেই আস্থা রাখল টিম ইন্ডিয়া, বাদ পড়লেন অক্ষর, দলে হুডা

0
1

রবিবার টি-২০ বিশ্বকাপের ত‍ৃতীয় ম‍্যাচে খেলতে নামল ভারতীয় দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম‍্যাচে এদিন কেএল রাহুলকে দলে রেখেই দিল টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচ জিতে কিছুটা সুবিধাজনক জায়গায় টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা করতে চাইছে রোহিত শর্মারা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। দলে এসেছেন দীপক হুডা। বাদ পড়েছেন অক্ষর প্যাটেল। হুডা আসলেও জায়গা হল না ঋষভ পন্থের।

অক্ষরকে বাদ দেওয়ার পাশাপাশি দলে সুযোগ পাননি ঋষভ পন্থ। ফলে উইকেট কিপিং করবেন দীনেশ কার্তিকই। ওপেনার হিসেবে নামবেন অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক কেএল রাহুল। একের পর এক ম্যাচে ব্যর্থ হলেও রাহুলেই আস্থা রাখল ভারতীয় দল। এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় ভারত।

টি২০ বিশ্বকাপে  কারা সেমিফাইনালে যাবে তা নিয়ে দারুণ লড়াই হচ্ছে। রবিবার এই লড়াই আরও জমিয়ে দিল বাংলাদেশ। জিম্বাবোয়েকে হারিয়ে সেমিফাইনালের লড়াই আরও উত্তেজনাপূর্ণ করে ফেললেন শাকিব আল হাসানরা।

আরও পড়ুন:প্রয়াত লাল-হলুদ সমর্থক জয়শঙ্করের পরিবারের পাশে ইস্টবেঙ্গল