সিঙ্গল উইন্ডো সিস্টেম: শিল্পের জন্য জমি পাওয়ার রাস্তা আরও সরল করল রাজ্য

0
4

ঢেলে সাজছে শিল্পসাথী পোর্টাল। একই জায়গা থেকে শিল্প সংস্থাগুলির বিভিন্ন রকমের ছাড়পত্র দেওয়ার উদ্দেশ্যে এই পোর্টালটি (Portal) চালু হয়েছে। সেটি আরও উন্নত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দুমাসের মধ্যে আরও উন্নত সুযোগ-সুবিধা যুক্ত এই পোর্টালটি চালু হয়ে যাবে বলে জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টাই কাজ করবে নতুন পোর্টাল। বাংলায় শিল্প পরিকাঠামো মানোন্নয়নে পৃথক নীতির পরিকল্পনা করছে রাজ্য সরকার।

আরও পড়ুন- Hooghly: পঞ্চমীতেই প্যান্ডেলে ভিড়, জগদ্ধাত্রী পুজোর আনন্দে মাতোয়ারা চন্দননগর

শিল্পমন্ত্রী জানান, বিনিয়োগের ক্ষেত্রে বড় বা ছোট শিল্পের মধ্যে রাজ্য সরকার কোনও বিভেদ করে না। রাজ্য সব ধরনের বিনিয়োগকারীকে একই রকম ভাবে সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত। সমস্যার সমাধানেও একই ধরনের তৎপরতা দেখাবে শিল্প দফতর। সিঙ্গল উইন্ডো সিস্টেম (Single Window System) চালুর মাধ্যমে দ্রুততার সঙ্গে জমি মিলবে।

তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিল্পস্থাপন ও কর্ম সংস্থানের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে তৈরি হয়েছে শিল্পবান্ধব পরিবেশও। এবার থেকে শিল্পের জন্য জমি পাওয়ার রাস্তা আরও সহজ করল রাজ্য সরকার। এই ফলে রাজ্যে শিল্পে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা শশী পাঁজার।