শ্যুটআউটে আহত তৃণমূল কর্মীর মৃ*ত্যু, থমথমে নৈহাটি

0
1

শেষরক্ষা হল না। শনিবার রাতে নৈহাটিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না তাঁকে।চার ঘণ্টা অপারেশনের পর রবিবার সকালেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় থমথমে নৈহাটির শিবদাসপুর থানার কন্দপুকুর।

আরও পড়ুন: ভাটপাড়ায় গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম জাকির হোসেন। শনিবার সন্ধেয় দু’টি বাইকে কয়েকজন দুষ্কৃতী নৈহাটির শিবদাসপুর থানার কন্দপুকুর এলাকায় আসে। রাস্তার পাশের লাইট বন্ধ করে জাকিরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় তারা। এমনকি বোমাও ছোঁড়া হয়। নিহত জাকির হোসেনের বুকে, পেটে ও হাতে গুলি লাগে। রাতেই কল্যাণীর জেএনএম হাসপাতালে জাকির হোসেনের অস্ত্রোপচার করা হয়। ইউসুফ আলি মণ্ডল নামে আরও এক ব্যক্তি বোমার স্প্লিন্টারে জখম হন। রাতেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।এদিকে পলাতক ঘটনার মূল অভিযুক্ত আশাবুল আলি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এদিকে, জাকিরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে শিবদাসপুর থানার পুলিশ।