কাশ্মীরে আবার ধস। এ বার একটি বিদ্যুৎ প্রকল্পের টানেলে ধস নামল। শেষ পাওয়া খবরে জানা গেছে, চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত আরও ৬ জন।ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা।
আরও পড়ুন: জম্মুতে নির্মীয়মান টানেলে ধস, আটক কমপক্ষে ১২ শ্রমিক
শনিবার রাতে জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে একটি বিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে কাজ চলাকালীন আচমকাই ধস নামে। সেসময় সুড়ঙ্গের ভিতরে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। একটি জেসিবিও ছিল সুড়ঙ্গের ভিতরে।আচমকা ধস নামায় তারা প্রত্যেকেই আটকে পড়েন সুড়ঙ্গের মধ্যে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। দ্রুত সুড়ঙ্গে ঢুকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত উদ্ধারকারী দলের বেশ কয়েকজন আটকে পড়েন বলে খবর। বাধ্য হয়ে স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনা এবং বিপর্যয় মোকাবিলা দলও। রবিবার সকাল পর্যন্ত চলে উদ্ধারকাজ।
জানা গেছে, সুড়ঙ্গে আটকে থাকা ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছিলেন জেসিবির চালকও। আরও অন্তত ৬ জন আহত হয়েছেন বলে খবর। তবে আটকে থাকাদের মধ্যে বেশ কয়েকজনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।কী কারণে এই ধস, তা এখনও জানা যায়নি।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনার শোকপ্রকাশ করে লেখেন, ‘‘কিস্তওয়ারের ডিসির সঙ্গে কথা হয়েছে। র্যাটল বিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে এমন ধসের ঘটনায় এক জন জেসিবিচালকের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দলের ৬ সদস্যও ধস নামা সুড়ঙ্গে আটকে পড়েছেন।’’