ছটপুজোর আগে হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই পরপর ৮টি দোকান। শালিমারের ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় রবিবার ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:Fire Incident : বরানগরে কাগজের কারখানায় অগ্নিকাণ্ড
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালিমার এলাকায় একটি খাবারের দোকানে প্রথম আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় পরপর দোকান ছিল। দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোকান থেকে আগুন বেরোতে দেখে প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে পরপর অনেকগুলিকে দোকানকে। এরপর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আটটি দোকান প্রায় ভস্মীভূত।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে বি গার্ডেন থানার পুলিশ । সূত্রে মারফত জানা গিয়েছে, খাবারের দোকান, মোবাইলের দোকান-সহ আরও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।






































































































































