শনিবার ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বি ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে ২-০ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। এই হারের ফলে পরপর ডার্বিতে সাতবার হারল লাল-হলুদ ক্লাব। যদিও এই হারে হতাশ নন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। বরং দলের প্রশংসা করে, কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এবং ফুটবলারদের পাশে দাড়ালেন তিনি।
ম্যাচ শেষে সাংবাদিকদের দেবব্রত সরকার বলেন, “দল ভালো খেলেছে। একটা ছোট ভুল থেকে দল গোল খেয়ে যায়। প্রথমার্ধেই আমাদের দুই গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল, মাঠে সবাই সেটা দেখেছে। একটা ভুল থেকে দল ম্যাচ থেকে বেড়িয়ে গেছে। তবে আমরা প্রত্যেকদিন উন্নতি করছি। নতুন দল। আগামিদিনে আরও উন্নতি করবো। আজকেও গত ম্যাচের দিয়ে আরও ভালো খেলেছি।”
পর পর ৭টি ডার্বি হার। এই নিয়ে লাল-হলুদ শীর্ষ কর্তা বলেন,”সাতটা ডার্বি হোক কিংবা ৭ বছর জয়, কি যায় আসে? ম্যাচ তো! প্রথমার্ধেই যদি আমরা দুই গোলে এগিয়ে যেতাম তাহলে আমরা জিততাম। ছোট ভুল থেকেই গোল হয়। আমরা ছোট ভুল থেকেই গোল খেয়েছি। আগামিদিনে এই ভুল গুলো নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে। কোচ দেখেছেন সব কিছু৷ তিনি দলের মেরামত করে নেবেন।”
আরও পড়ুন:রাহুলেই আস্থা রাখল টিম ইন্ডিয়া, বাদ পড়লেন অক্ষর, দলে হুডা















































































































































