সঙ্গে থাকুন, কখনও খারাপ দিন আসবে না: পোস্তায় জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর

0
1

প্রতিবারের মতো এবারও পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই একজোট হয়ে থাকার বার্তা দিলেন মমতা। বললেন, “অ্যায়সেহি হামারে সাথ রহিয়ে। আপ দেখিয়ে আপকা কভি বুরা দিন নেহি আয়েঙ্গে। আপকা অগর বুরা দিন আ জায়ে দিদি আপকা পাস রহেগা।”

পোস্তা বাজারের (Posta Bazar) জগদ্ধাত্রীপুজোর (Jagdhatri Puja) উদ্বোধন করে মমতা বলেন, “প্রতি বছরের মতোই এসেছি শুভেচ্ছা জানাতে। এবার একইসঙ্গে ছটপুজোও। আমি ছটপুজোর উদ্বোধন করেছি।” সারা বাংলাজুড়ে দুর্গাপুজো, কালীপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী। “সকল ধর্ম, সকল সম্প্রদায়ের মানুষ সামিল হয়েছেন। ঈদও ভালভাবে পালিত হয়েছে। ছট পুজো, জগদ্ধাত্রী পুজোও হবে। বড়দিন আসছে। উৎসবের পর উৎসব।”

মমতার কথায়, “বিশ্বে একটাই জায়গা আছে যেখানে সমস্ত উৎসবকে সমান সম্মান দেওয়া হয়, সেটা বাংলা। ছট পুজোতে দু’দিন ছুটি দেওয়া হয়। বিহারের মানুষ, উত্তর প্রদেশের মানুষ, সারা দেশকে বলতে চাই আপনাদের যা ধর্ম আমারও সেটাই ধর্ম। আপনাদের যা উৎসব, আমাদেরও তাই উৎসব।”

পোস্তা বাজারকে ‘ছোট্ট ভারত’ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সবাই মিলেমিশে থাকেন। এভাবেই আগামীতেও থাকবেন। জগদ্ধাত্রী পুজোর মন্ত্রোচ্চারণ করেন মমতা।

আরও পড়ুন- মেদিনীপুরে ছট পুজোর অনুষ্ঠানে বিপত্তি! বিধায়ক জুন মালিয়ার উপস্থিতিতে ভেঙে পড়ল মঞ্চ