Weather Update: অক্টোবরের নিরিখে আজ কলকাতায় শীতলতম দিন!

0
1

বদলাচ্ছে আবহাওয়া, আসছে শীত (Winter)। আবহাওয়া দফতরের (Weather Department) রিপোর্ট বলছে গত দশ বছরের মধ্যে অক্টোবর মাসের নিরিখে আজ কলকাতায় শীতলতম দিন (Coldest day in Kolkata)। এক ধাক্কায় পারদ নামলো চার ডিগ্রি।আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরে হাওয়ার দাপট বাড়বে ক্রমশ। জেলাগুলিতে থাকবে শীতের আমেজ।

ঘূর্ণিঝড়ের দাপটে আবহাওয়ার পরিবর্তন হবে এমন আশঙ্কা আগেই করা হয়েছিল। এবার সেই ছবি ধরা পড়ল বাংলায়। সিত্রাং (Sitrang) যেতেই বাড়ছে ঠান্ডার দাপট। এক লাফে পারদ নামল ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড বলছে গত ১০ বছরের নিরিখে অক্টোবরে আজই কলকাতার শীতলতম দিন। আগামী বেশ কয়েকদিন সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, তাপমাত্রা যে নভেম্বরের গোড়া থেকেই আরও কমবে এমন আভাস দিচ্ছে হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাতেও জোরালো হবে শীতের কামড়৷ শেষবার অক্টোবরেই পারদ ২০ ডিগ্রির নিচে নেমেছিল ২০১২ সালে। সেবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি। এবার তারও নিচে নামল পারদ।