ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া সন্ত্রা*সবাদীদের মূল অস্ত্র! সরব জয়শঙ্কর  

0
1

সন্ত্রা*সবাদ ইস্যুতে ফের সরব হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। শনিবার সন্ত্রা*সবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে বিদেশমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে সন্ত্রা*সবাদী গোষ্ঠীগুলি প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে (Social Media Platform) ব্যবহার করে তাদের বেআইনি কার্যকলাপের বিস্তার ঘটাচ্ছে। শনিবার রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের (UNSC) সন্ত্রা*সবিরোধী কমিটির বিশেষ সভার শনিবার দ্বিতীয় দিন। দিল্লিতে আয়োজিত এই বৈঠকেই এক বিবৃতিতে সন্ত্রা*সবাদী কার্যকলাপের বিরুদ্ধে সরব হন জয়শঙ্কর।

জয়শঙ্কর এদিন বলেন, সন্ত্রা*সবাদীরা স্বাধীনতা, সহনশীলতা এবং প্রগতিকে আক্রমণ করার জন্য উন্মুক্ত সমাজের প্রযুক্তি, অর্থ এবং নীতি ব্যবহার করে চলেছে। সমাজকে অশান্ত করার লক্ষ্যে প্রচার, ধর্মান্ধতা এবং ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেওয়ার জন্য ইন্টারনেট (Internet) এবং সোশ্যাল মিডিয়া (Social Media) সন্ত্রা*সবাদীদের ‘টুলকিটে’ পরিণত হয়েছে।

পাশাপাশি এদিন বিদেশমন্ত্রী জয়শঙ্কর উদ্বেগপ্রকাশ করে জানান, রাষ্ট্রসংঘের যাবতীয় প্রয়াস সত্ত্বেও বিশ্বজুড়ে সন্ত্রা*সবাদের মাথাচাড়া দেওয়াকে পুরোপুরি রুখে দেওয়া যায়নি। এর জন্য যত দ্রুত সম্ভব সব দেশকে একত্রিত হতে হবে। সন্ত্রা*সবাদ সভ্য সমাজের জন্য বড় হুমকি।