“অন্যে পাচ্ছে বলে রাগ হলে নিজে টিকিট কাটুক”, লটারি বিতর্কে শুভেন্দুকে কটাক্ষ কুণালের

0
1

তৃণমূল নেতার স্ত্রীর লটারি জেতার বিষয়টিকে কেন্দ্র করে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। অভিযোগ করেছেন কালো টাকা সাদা করা হচ্ছে লটারির মাধ্যমে। এই ইস্যুতেই শনিবার রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। বললেন, “অন্য লটারি কেটে টাকা পাচ্ছে বলে শুভেন্দুর যদি রাগ হয়ে থাকে তাহলে নিজে টিকিট কাটুক।”

শনিবার সাংবাদিক বৈঠকে লটারি ইস্যুতে প্রশ্ন উঠলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ” যে কোনও লটারি কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত। রাজ্য সরকার কিছু কিছু নিয়ম তৈরি করতে পারে কিন্তু কেন্দ্রের হাতে যেটা আছে সেই আইনের বাইরে রাজ্য বাড়তি কিছু করতে পারবে না।” এরপরই কুণাল ঘোষ বলেন, “ডিয়ার লটারি নিয়ে শুভেন্দু অধিকারী সহ বিরোধীরা যেভাবে অভিযোগের আঙুল তুলছেন সেটা যদি ঠিক হয় তাহলে ঠিক, যদি ভুল হয় তবে কেন্দ্রীয় সরকার কি আঙুল চুষছে?” এরপরই শুভেন্দুকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, “প্রতি সপ্তাহে কেউ না কেউ লটারি কেটে টাকা পাচ্ছে। কেউ ডিয়ার লটারি পেয়েছে বলে সস্তা প্রচার করা হচ্ছে, তাহলে তুমি কি করছ? এত বিষয়ে তুমি চিঠি লিখছো এটা নিয়ে তাহলে কেন্দ্রীয় সরকারকে বলো। এটাতো রাজ্য সরকারের হাতে নয়। আর যদি খুব রাগ হয়ে থাকে এ পাচ্ছে ও পাচ্ছে বলে, তাহলে শুভেন্দু গিয়ে একটা টিকিট কাটুন।”

উল্লেখ্য, সম্প্রতি ডিয়ার লটারিতে ১ কোটি টাকা পুরস্কার জিতেছেন জোড়াসাঁকো তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তের স্ত্রী রুচিকা। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন সাধারণ মানুষ লটারি টিকিট কেনেন আর বাম্পার পুরস্কার জেতেন তৃণমূল নেতারা। এর নেপথ্যে অন্য কোনও রহস্য আছে বলে দাবি করেন তিনি। অভিযোগ ওঠে, কালো টাকা সাদা করবার চক্র চলছে লটারির আড়ালে। বিরোধীদের এই মন্তব্যের এবার পাল্টা জবাব দিল তৃণমূল।