Egg Price Hike: উৎসবের মরশুম শেষ হতেই ফের মহার্ঘ্য ডিম!

0
1

ফের কোপ সাধারণ মানুষের পকেটে। চড়চড়িয়ে দাম বাড়ছে (Price Hike) নিত্য প্রয়োজনীয় জিনিসের। আমিষ (Non Veg) থেকে নিরামিষ তালিকায় বাদ পড়ছে না কিছুই। এর মধ্যেই ডিম প্রেমীদের (Egg lovers) জন্য দুঃসংবাদ। ফের বাড়ল ডিমের (Egg) দাম।

এক মাসে সব পুজো, দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজোর শেষে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের পকেট কার্যত ফাঁকা। এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিদিনের ব্যবহার্য জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার কোপ পড়ল সস্তার মেনুতেও। উৎসবের মরসুম শেষ হতেই ডিমের দাম চড়ছে। খুচরো বাজারে প্রতি পিস ডিমের দাম ৬.৫০ টাকা। ঝোপ বুঝে কোপ মারছেন দোকানিরাও। কোথায় কোথাও ডিমের দাম ৭ টাকা। মাথায় হাত মধ্যবিত্তের। মাংস পোলাও না হলেও ডিম-ভাত, ডিম সেদ্ধ, বা ওমলেট কিংবা পোচ প্রতিদিন এর মেনুতে থাকতেই হয়। মাছ মাংস না খেতে পারার দুঃখ ভুলিয়ে দেয় ডিম। কিন্তু সেই ডিমও মহার্ঘ্য হওয়ায় চিন্তায় আমজনতা । শীতের মরশুমের একাধিক উৎসব এখনও আসতে বাকি। সামনেই বড়দিন। কমতে পারে কি ডিমের দাম? সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছেও।