একটা সময় ছিল যখন চেয়েও পাওয়া যাচ্ছিল না করোনার টিকা। একটা টিকার জন্য ছিল হাহাকার। যাঁরা টিকা পেতেন, তাঁদের দিতে হতো লম্বা লাইন। মাত্র এক বছরের কম সময়ে বদলে গিয়েছে ছবিটা। স্টকে রয়েছে কয়েক হাজার কোভিড ভ্যাকসিন। মেয়াদ উত্তীর্ণ হতে বসছে কোভিডের বিপুল পরিমাণ টিকা।
সূত্রের খবর, কয়েক হাজার করোনা ভ্যাকসিনের এক্সপায়ারি ডেট ৩১ অক্টোবর, আবার বিপুল ডোজের মেয়াদ শেষ হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। কোনওভাবেই যাতে টিকা নষ্ট না হয়, সেটা নিশ্চিত করতে জেলাগুলিকে এবার দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর।
জানা গিয়েছে, শুধু কলকাতাতেই প্রায় ১৬ হাজার টিকার ডোজ রয়েছে, যার মেয়াদ উত্তীর্ণ সপ্তাহখানেকের মধ্যে। তাই টিকা যাতে নষ্ট না হয়, তার জন্য প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন কলকাতা জেলা পরিবারকল্যাণ আধিকারিক। দ্রুত এই পদক্ষেপ নিতে চলেছে সংশ্লিষ্ট দফতরগুলি।