ভোরে শিরশিরানি হাওয়া, সন্ধে নামতেই মনোরম আবহাওয়া!শীত কী এসেই গেল?

0
2

বাতাসে শিরশিরে ভাব। ঘুম থেকে উঠেই যেন টান ধরছে হাত-পায়ের চামড়ায়। দিনকয়েক ধরেই বন্ধ এসি।মাঝরাতে টেনে নিতে হচ্ছে সুতির চাদর।কুয়াশার চাদরে ঢাকছে উপকূল ও পাহারের আকাশ।তবে কী কড়া নাড়ছে শীত? লেপ-কম্বল রোদে দেওয়ার দিন কী এসেই গেল?

আরও পড়ুন:মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে রাজ্যে নামবে শীত

তবে শীত আসার এখনও কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, ১৫ ডিসেম্বরের আগে শীত আসছে না রাজ্যে। তবে আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে অর্থাৎ নভেম্বরের শুরুতেই একধাক্কায় অনেকটা পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়া। ক্রমশ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কমবে দখিনা বাতাসের প্রভাব। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ফলে জেলায় জেলায় শীতের আমেজ তৈরি হবে নভেম্বরের শুরুতেই। পাশাপাশি আপাতত বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, আগামী পাঁচদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ এবং ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা সামান্য কমতে পারে।