বিহারে রেল দুর্ঘটনার জেরে রাজধানী, দুরন্ত -সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। শুধু তাই নয়, বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। এমনকি কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। শুক্রবার সকালে বিবৃতি দিয়ে এমনটাই জানাল পুর্ব-মধ্য রেল।
আরও পড়ুন:শিয়ালদহ মেন লাইনে ১২ ঘন্টায় ৪২ টি লোকাল ট্রেন বাতিল
গত বুধবার বিহারের গুরপা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে ক্ষতিগ্রস্ত হয় রেলপথ। ট্রেনটির ৫৮টি কামরার মধ্যে ৫৩টিই লাইনচ্যুত হয়ে পড়ে। এই কারণেই রাজধানী সহ বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। ওই সমস্ত ট্রেনকে মেন লাইন অর্থাৎ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-গয়া-কিউল-ঝাঝা-আসানসোল হয়ে হাওড়া বা শিয়ালদহ যেতে হচ্ছে। বহু ট্রেন বাতিলও হয়েছে।স্বভাবতই চরম দুর্ভোগে পরেছেন যাত্রীরা।
বিবৃতিতে জানানো হয়েছে বাতিল করা হয়েছে আসানসোল-গয়া এক্সপ্রেস। এছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, আসানসোল-বারাণসী এক্সপ্রেস। এছাড়াও হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ইত্যাদি বেশ কিছু ট্রেন অন্য রুট দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।