সামাজিক প্রকল্পে একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তবে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে কিছুক্ষেত্রে বিতর্ক ও অভিযোগ সামনে এসেছে। এবার সেই স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালের বকেয়া মেটাল রাজ্য সরকার।
জানা গিয়েছে, এই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ৯০ শতাংশ বকেয়া মিটিয়ে দিয়েছে।
চলতি আর্থিক বছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে বরাদ্দ ছিল ২৫০০ কোটি টাকা। ইতিমধ্য়েই ১৪০০ কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।
অনেক ক্ষেত্রেই শোনা যায়, স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী ভর্তিকে কেন্দ্র করে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে। বেসরকারি হাসপাতালগুলিও আবার সেই দায় চাপায় সরকারের উপর।
তাদের দাবি, রাজ্য সরকার টাকা না দেওয়াতে রোগী ভর্তি নেওয়া সম্ভব হয় না। সরকারের পক্ষ থেকে আবার পাল্টা দাবি করা হয়, বিল চেক করে বকেয়া মেটানো হয়। সেক্ষেত্রে একটু সমত লাগে। তবে এবার প্রায় ৯০ শতাংশ বকেয়া বেসরকারি হাসপাতালগুলিকে রাজ্য সরকার মিটিয়ে দিয়েছে বলে সূত্রের খবর।