হরিয়ানায় নাবালিকাকে ধ*র্ষণের পর বলি, হাওড়ায় গ্রেফতার খু*নি

0
1

৭ বছরের এক শিশু কন্যাকে ধ*র্ষণের পর খু*ন করে বাংলায় পালিয়ে আসার চেষ্টা করেছিল এক দুষ্কৃতী। তবে পুলিশি সক্রিয়তায় অল্পদিনের মধ্যেই গ্রেফতার হল ভয়ংকর এই অপরাধী। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে জিআরপি ও হরিয়ানা পুলিশ(Hariana Police)। জানা গিয়েছে সিদ্ধ তান্ত্রিক হতে চেয়ে ওই নাবালিকাকে দীপাবলীর রাতে ধ*র্ষণের পর বলি দেয় অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শিবকুমার। কালকা মেলের এস-৬ কামরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে হাওড়া জিআরপির কাছে শিবকুমারের নাম, ছবি পাঠানো হয় হরিয়ানা থেকে। জানানো হয়, এক নাবালিকাকে ধ*র্ষণ ও খু*ন করে হরিয়ানার পানীপত থেকে কালকা মেলে কলকাতায় আসছে শিবকুমার। খবর পেয়ে তৎপর হয় জিআরপি। বর্ধমান স্টেশন থেকে তাঁকে নজরে রাখা শুরু হয়। রেল পুলিশ জানতে পারে, শিবকুমার বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন। পরে টিকিট পরীক্ষককে জরিমানা দিয়ে টিকিট কেটেছিলেন তিনি। এর পর ট্রেন হাওড়া আসতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। হরিয়ানা পুলিশের একটি দল হাওড়ায় এলে তাদের হাতে শিবকুমারকে তুলে দেয় জিআরপি।