ভুল বোঝাবুঝিতে আদালতে পেশ করা গেল না পার্থকে, পিছিয়ে গেল শুনানি

0
8

নিয়োগ দুর্নীতি(recruitment corruption) কাণ্ডে শুক্রবার আদালতে পেশ করার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chatterjee)। তবে জেল ও কোর্টের ভুল বোঝাবুঝির জেরে শুনানিতে হাজির করানো গেল না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ হল আদালত(Court)। জানা গিয়েছে, আগামী সোমবার আদালতে পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে। সেদিনই হবে শুনানি।

শেষবার শুনানিতে ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। পরবর্তী শুনানিতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই হিসেবে আজ আদালতে তোলার কথা ছিল তাঁকে। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আদালতে পেশের কথা ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদেরও। সেই মতো জেলের তরফে শুক্রবার সকালে পার্থ-কল্যাণময়-সুবীরেশের ফাইল পাঠিয়ে দেওয়া হয়। জেল কর্তৃপক্ষ মনে করেছিল এই শুনানি হবে ভার্চুয়ালি। তবে শেষ বারই আদালত জানিয়েছিল সশরীরে হাজিরার কথা। কারণ ভ্যাকেশান কোর্টে ভারচুয়ালি শুনানির ব্যবস্থা নেই। এই ভুল বোঝাবুঝির ফলে এদিন শুনানি সম্ভব হল না। গোটা ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ আদালত।

জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ৩১ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায় সহ সকলকে সশরীরে দিয়ে আদালতে উপস্থিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই ঘটনায় ক্ষুব্ধ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও। তিনি বলেন, চার্জশিট পেশের পর শুক্রবারই ছিল প্রথম শুনানি। ফলে এদিন প্রথম পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন জানানো হতো। কিন্তু ঘটনাচক্রে শুনানিই হল না।