পেটের যাবতীয় অস্ত্রোপচারে অত্যাধুনিক রোবটিক সিস্টেমের সূচনা করল ILS

0
1

পেটের যাবতীয় অস্ত্রোপচারে (Abdomen Operations) কমল ঝুঁকি। এখন আর জটিলতা নয়, পেটের যাবতীয় অস্ত্রোপচারে এক নিমেষেই মিলবে মুশকিল আসান। আর সেই পথেই হেঁটে এবার যুগান্তকারী পদক্ষেপ নিল শহর কলকাতার আইএলএস হাসপাতাল (ILS Hospital)। শুক্রবার সল্টলেকের আইএলএস হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তির রোবটিক সিস্টেমের (Robotic System) শুভ সূচনা হল। পূর্ব ভারতে এই প্রথম এমন যুগান্তকারী পদক্ষেপ নিল সল্টলেকের এই অভিজাত হাসপাতাল। জানা গিয়েছে, ‘ভারসিয়াস’ (Versius) নামে ওই বিশেষ রোবটটি যেকোনো জটিল পেটের সমস্যার অস্ত্রোপচারের ক্ষেত্রে এক যুগান্তকারী প্রভাব ফেলবে। এদিন রোবটটির সঙ্গে সাধারণ মানুষ ও সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন আইএলএস হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর তথা মিনিম্যাল অ্যাকসেস অ্যান্ড ব্যারিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান (Medical Director and Head, Department of Minimal Access and Bariatric Surgery) চিকিৎসক ওম তাঁতিয়া।

এদিনের অনুষ্ঠানে ওম তাঁতিয়াই (Om Tantia) শুধু নন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর ও প্রসূতি বিভাগের কনসালট্যান্ট সার্জন অরুণা তাঁতিয়া (Aruna Tantia), হাসপাতালের গ্রুপ সহ সভাপতি তথা বিজনেস ডেভেলপমেন্ট-এর অধিকর্তা দেবাশিস ধর (Debashis Dhar), হাসপাতালের ডিজিএম (DGM) শুভ্রনাথ মৈত্র (Subhranath Moitra) সহ আইএলএস হাসপাতালের চিকিৎসকরা। ল্যাপারোসকপি (Laparoscopy) প্রক্রিয়াকে আরও সহজ সরল করতেই রবোটিক সার্জারির (Robotic Surgery) সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে চিকিৎসক ওম তাঁতিয়া জানান, ভার্সিয়াস চিকিৎসাক্ষেত্রে বড়সড় প্রভাব ফেলবে। আগে যেভাবে পেটের নানা জটিল বিষয়গুলির অস্ত্রোপচার হত বর্তমানে তা পুরোটাই চিকিৎসকদের এক হাতের মধ্যে চলে এসেছে। তিনি আরও জানিয়েছেন, কী ভাবে চিকিৎসা ক্ষেত্রে রোবটটি রাজ্যের মানুষকে আরও উন্নত পরিষেবা দেবে সে বিষয়েও একাধিক গুরুত্বপূর্ণ কথা তাঁর বক্তব্যে উঠে আসে।

চিকিৎসক অরুণা তাঁতিয়া জানান, রবোটিক সিস্টেম বিশ্বের একাধিক বড় দেশে শুরু হলেও পূর্ব ভারতের মধ্যে প্রথম কলকাতাতেই এই সার্জারির সূচনা হল আমাদের সল্টলেকের হাসপাতালে। আগে ল্যাপারোস্কপি করার সময় যে পরিমাণ রক্তক্ষরণ ও জটিলতা দেখা দিত ভারসিয়াস সেক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে। এই পদ্ধতির মাধ্যমে অস্ত্রোপচারের সময় রক্তক্ষরণ যেমন একদিকে বন্ধ হবে তেমনই অত্যন্ত ছোট ড্রিল করেই কার্যসিদ্ধি হবে বলেই মত তাঁর।