অবিশ্বাস্য! ইউটিউবকে ব্যবহার করে রেকর্ড আয় ভারতীয়দের

0
1

সোশ্যাল মিডিয়ার (Social media) যুগে শুধুই ভাইরাল (Viral) হওয়ার ট্রেন্ড। নিউ নরমালে এখন আর শুধু নিজের চাকরি বা ব্যবসার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন না কেউই। তাই পরিচিত হওয়া আর অর্থ উপার্জনের বিকল্প ব্যবস্থা হিসেবে অনেকেরই পছন্দের তালিকায় প্রথম নাম ইউটিউবের (YouTube) । এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে রেকর্ড সৃষ্টি করল ভারতীয়রা (Indians)। সাইফাই ২০২২-এর আসরে এক অবিশ্বাস্য তথ্য উঠে এসেছে। যেখানে বলা হয়েছে এই ইউটিউব ব্যবহার করে সাত লক্ষ চাকরি হয়েছে, পাশাপাশি ভারতের জিডিপিতে (GDP) অবদান প্রায় ৭ হাজার কোটি টাকা।

ইউটিউবে বিভিন্ন ভারতীয় বিষয় আপলোড করে ভিডিও তৈরি করে সহজেই সাফল্য আসছে।তাতে কেবল যে ভিডিয়োর জনপ্রিয়তা বাড়ছে তা-ই নয়, এটা করে বছরে ৬,৮০০ কোটি টাকা আসছে। তৈরি হয়েছে অন্তত ৭ লক্ষ চাকরি।এমনই তথ্য জানিয়েছেন ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার (Chief Product Officer) তথা গুগ্‌লের এসভিপি নীল মোহন। তবে এর সঙ্গে ভুল তথ্য যাতে পরিবেশিত না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে বলে মত প্রকাশ ইউটিউব কর্তার। তিনি জানান, ইউটিউব শুধু যে ‘ক্রিয়েটার’ বা যাঁরা ইউটিউবের জন্য ভিডিয়ো বানান, তাঁদেরই দর্শককুল তৈরি করে দিচ্ছে তাই নয়, একই সঙ্গে এর মাধ্যমে বৃহৎ অর্থনৈতিক সুযোগও তৈরি হচ্ছে। যে সুযোগের উপর ভিত্তি করে গড়ে উঠছে ব্যবসা। আর এভাবেই ইউটিউবের হাত ধরে ভালো দিনের স্বপ্ন দেখছেন ভারতীয়রা।