সবার বদলেছে,পাল্লা দিয়ে বদলেছে মানসিকতা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ভাবে বাঁচতে শিখেছে এই প্রজন্মের তরুণ তরুণীরা (New Generation)। আজকাল সবকিছুতেই সোশ্যাল মিডিয়ার (Social media) প্রভাব বেশ লক্ষ্য করা যায়। ভাই বোনের মিষ্টি সম্পর্কের এই স্পেশাল দিনেও (Special Day) ব্যতিক্রম ঘটলো না। তবে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পাশাপাশি এবছরের নতুন ট্রেন্ড বোনফোঁটা (Bonfonta)। ‘বোনের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়লো কাঁটা।’
মন্ত্রী-সাংসদ-বিধায়ক-চিত্রতারকাদের ভিড়, ভাইফোঁটায় নবনীড় বৃদ্ধাশ্রমে চাঁদের হাট
দীপাবলির (Diwali) পরে বিশেষ আকর্ষণ থাকে ভ্রাতৃদ্বিতীয়া। কেউ প্রতিপদে ফোঁটা দেন, কেউ আবার দ্বিতীয়া তিথিতে। বুধবার দুপুর ২টো ৪২ মিনিট থেকে তিথি শুরু হয়েছে যা ছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত। তবে এবার শহরজুড়ে বোনফোঁটার ছবি চোখে পড়ার মতো। যে বাড়িতে ভাই নেই সে বাড়িতে কি অনুষ্ঠান হবে না? অগত্যা বোনই দিল বোনকে ফোঁটা। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) গত বছরও এই দিনটি দিদির সঙ্গে সুন্দরভাবে উদযাপন করেছিলেন। তবে এই বছর দিদি চিত্রাঙ্গদা কর্মসূত্রে দূরে আছেন। তাই নিউ নর্ম্যালে ভার্চুয়ালি ফোঁটা। তাঁর কথায়, এই বোনফোঁটা আজকের নয়। মা ও দিদিমা শিখিয়েছিলেন। বড় হওয়ার পর কর্মসূত্রে দুই বোন দু জায়গায়। তবে সব কিছু সামলে ভাইফোঁটার দিনটা ছোটবেলায় ফিরে যেতে চান দুজনেই। শুধু তিনিই নন, বিশেষ বোনফোঁটার আয়োজন করেছেন ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ও (Indrani Ganguly)। সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্ট মহিলারা হাজির সেখানে। সূত্রের খবর, টলি-পাড়ার অভিনেত্রী থেকে শুরু করে রাজ্যের মহিলা মন্ত্রী সকলের উপস্থিত হয়েছিলেন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনে (Indian council for cultural relation) আয়োজিত বোনফোঁটার অনুষ্ঠানে। কলকাতার অপর এক প্রান্ত সোনাগাছিতেও (Sonagachi) মহানন্দে বোনফোঁটা পালিত হয়েছে। দুর্বার (Durbar) মহিলা সমন্বয় কমিটির মুখপাত্র মহাশ্বেতা মুখোপাধ্যায় জানিয়েছেন, সোনাগাছিতে যৌনকর্মীরা নিজেরা নিজেদের ফোঁটা দিয়েছেন। একে অন্যের দীর্ঘায়ু কামনা করি এক গভীর বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দিয়েছেন তাঁরা। আজকের ঘটনার পর অনেকেই বলছেন পুরুষতান্ত্রিক সমাজের স্টিরিওটাইপকে ভাঙার পথে আরও একধাপ এগিয়ে গেল তিলোত্তমা।