কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা এবং তা থেকে খুন এক যুবক। ঘটনা কৃষ্ণনগরের। মৃত যুবকের নাম তুহিনশুভ ঘোষ। সে দমকল বিভাগের কর্মী। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:ক্যানিং-এ কালীপুজোর অনুষ্ঠানে গান গাইতে গাইতে অসুস্থ ও পরে গায়কের মৃত্যু
গতকাল, বুধবার সন্ধে থেকেই শুরু হয়েছিল কালীপূজোর বিসর্জন। সারারাত ধরে কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় বিসর্জন চলেছে বলে জানা গিয়েছে। রাত ২টো নাগাদ কৃষ্ণনগর শহরের আলিঙ্গন ক্লাবের সদস্যরা প্রতিমা বিসর্জন দিতে যান। রাজবাড়ি ঘুরে জলঙ্গি ঘাটের দিকে যাওয়ার কথা ছিল তাদের।
নিহত যুবক তুহিনশুভ ঘোষও ক্লাবের সদস্যদের সঙ্গেই প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিলেন। সেই সময় দেখা যায় কিছু যুবক ওই এলাকায় মদ্যপান করছেন। কোনও এক অজানা কারণে সেখানে বচসা শুরু হয়। এরপরেই ওই যুবকরা ধারাল অস্ত্র এবং দা নিয়ে তাড়া করে তুহিনশুভকে।
প্রথমেই তাঁর মাথায় আঘাত করা হয়। এরপর সে মাটিতে লুটিয়ে পড়লে গোটা শরীর কোপানো হয়। জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে। অভিযুক্তরা শহরের নূরীপাড়া এবং নাজিরা পাড়ার বলে জানা গিয়েছে।









































































































































