অনন্য সম্মান: Qs world র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে অষ্টম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়

0
6

গত জুলাই মাসে দেশের সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় চতুর্থ স্থানে জায়গা করেছিল যাদবপুর। এরপর ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) মুকুটে যোগ হল নয়া পালক। Qs world র‍্যাঙ্কিং-এ স্বীকৃতি পেল যাদবপুর। ‘সাসটেনেবিলিটি ফোকাসিং অন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট’-এর ক্যাটাগরিতে স্বীকৃতি পেল এই বিশ্ববিদ্যালয়।

বিশ্বজুড়ে ৭০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেয়েছে। ভারতের মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় এসেছে। তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ই একমাত্র রাজ্যের অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, যেটি স্বীকৃতি পেয়েছে এই ক্যাটাগরিতে। দেশজুড়ে অষ্টম স্থান অধিকার করেছে কলকাতার গর্বের এই বিশ্ববিদ্যালয়। পাশাপাশি সারা দেশ থেকে যে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এই র‍্যাঙ্কিং-এ জায়গা পেয়েছে, তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি বম্বে। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। এই তালিকায় নাম রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের।

উল্লেখ্য, দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির যে তালিকা কেন্দ্রের তরফের সম্প্রতি প্রকাশ করা হয়েছিল সেখানে চতুর্থ স্থান পেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এ পাশাপাশি গত ১১ অক্টোবর (২০২২) আমেরিকার ক্যালিফোর্নিয়ার পৃথিবী-বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের যে তালিকা প্রকাশ করেছিল, তাতেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাফল্য প্রকাশ পেয়েছিল। ভারতের মোট ৩৯৭৬ জন বিজ্ঞানীদের মধ্যে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের-ই ৪২ জন জায়গা পেয়েছিলেন এই তালিকায়। তার নিরিখে ‘ভারতসেরা’র শিরোপা অর্জন করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরপর ফের আরও এক অনন্য সম্মান পেল যাদবপুর।