Fire Incident : বরানগরে কাগজের কারখানায় অগ্নিকাণ্ড

0
1

ভাইফোঁটার বিকেলে আচমকা আগুন (Fire) লাগল বরানগরের নারায়ণী সিনেমা হলের কাছে একটি কাগজের কারখানায় (Paper factory) । ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের চারটি ইঞ্জিনের (fire Engine) চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণী সিনেমা (Narayani Cinema) হলের কাছে একটি কাগজের কারখানায় আচমকা আগুন লেগে যায়। কারখানাটিতে কাগজের প্যাকিং বাক্স তৈরি হত। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে। চারটি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী থেকে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।