মন্ত্রী-সাংসদ-বিধায়ক-চিত্রতারকাদের ভিড়, ভাইফোঁটায় নবনীড় বৃদ্ধাশ্রমে চাঁদের হাট

0
1

টালিগঞ্জ বিধানসভা এলাকার বাঁশদ্রোনীর “নবনীড় বৃদ্ধাশ্রম”-এ প্রতি বছরের মতো এবারও তৃণমূলের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল ভাইফোঁটা। নবনীড়ের (Nabaneer)  বাসিন্দারা গোটা বছর অপেক্ষা করেন আজকের দিনটার জন্য। তাই প্রতিবছরই এখানে এক অন্যরকম ভাইফোঁটা কাটান টালিগঞ্জের (Tollygung) বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কাউন্সিলরদের নিয়ে অরূপ বিশ্বাস এমন একটি সুন্দর ভাইফোঁটার আয়োজন করেন। মুখে হাসিফোটে নবনীড়ের আবাসিকদের।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নবনীড়ে বসেছিল চাঁদের হাট। কে ছিলেন না, মন্ত্রী-সাংসদ-বিধায়ক-কাউন্সিলর থেকে শুরু করে চিত্রতারকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্যের ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh), তারকা বিধায়ক জুন মালিয়া (June Malia), অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, তৃণা সাহা,সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রনিতা, সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan), কৌশানি মুখোপাধ্যায়রা। এছাড়াও ছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, বসুন্ধরা গোস্বামী, দেবব্রত মজুমদার, জুঁই বিশ্বাসের মতো জনপ্রিয় জনপ্রতিনিধিরা।

অরূপ বিশ্বাস ফোঁটা নিলেন নবনীড়ের আবাসিকদের থেকে। কেউ কেউ আদরের ভাই অরূপকে গাল টিপে আদর করেও দিলেন। উপহার হিসেবে দিদি-দিদাদের হাতে তুলে দিলেন দিলেন শাড়ি। আর সবাইকে নিজের হাতে খাবার পরিবেশনও করলেন। একটি সময় সকলকে নিয়ে নাচে-গানে মেতে উঠলেন মন্ত্রী।