ফোঁটা দিল না কেউ, সংশোধনাগারের এলাহি ভোজেই সন্তুষ্ট অনুব্রত

0
1

গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের (TMC) বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। রয়েছেন আসানসোল (Asansol) সংশোধনাগারে। উৎসবের পুরো সময়টাই জেল হেফাজতে কাটছে বীরভূমের কেষ্টদার। ভাইফোঁটা উপলক্ষ্যে জেল কর্তৃপক্ষ এলাহি খাবারের আয়োজন করেছিল। আবেদনের ভিত্তিতে অনুমতি ছিল বন্দি ভাইদের ফোঁটা দেওয়ারও। তবে অনুব্রতকে ফোঁটা দেওয়ার জন্য কোনও আবেদন জমা পড়েনি। যেমন আবেদন করা হয়নি অন্য হেভিওয়েট বন্দিদের ভাইফোঁটা দেওয়ারও।

আসানসোল সংশোধনাগারে বৃহস্পতিবার ভাইফোঁটার আয়োজন করেছিল কর্তৃপক্ষ। মধ্যাহ্নভোজে বন্দিদের জন্য ‘রাজভোগে’র ব্যবস্থা করা হয়েছিল। সকালে বন্দিদের জন্য ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। ভিজিটার্স রুমে বন্দিদের অনেক বন্দিই তাঁদের বোনেদের কাছে ভাইফোঁটা নিয়েছেন। তবে, সংশোধনাগার সূত্রে খবর অনুব্রতকে কেউ ভাইফোঁটা দেননি। কয়লা-কাণ্ডে গ্রেফতার ECL-এর আট কর্তাকেও ভাইফোঁটা দিতে আসেননি কেউ।

সংশোধনাগার সূত্রে খবর,‌ ভাইফোঁটা উপলক্ষ্যে মধ্যাহ্নভোজের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, মুরগির মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, দই এবং রসগোল্লা। যাঁরা নিরামিশাষী, তাঁদের জন্য ছিল পনির। সূত্রের খবর, চিকেন নয়, পনির খেয়েছেন অনুব্রত। তবে মেনু দেখে বেশ সন্তুষ্ট তিনি।

আগে বোনেরা ভাইফোঁটা দিতেন অনুব্রত মণ্ডলকে। পরিবারে একে পর এক বিপর্যয়ের ফলে বেশ কয়েক বছর সেই অনুষ্ঠান আর হয়নি। আর এখন অনুব্রত জেলবন্দি। এদিন কবজি ডুবিয়ে খেলেও, গত দুমাসে অনুব্রতর ওজন কমেছে প্রায় ১০ কেজি।