সানমার্গ চিটফান্ড মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার আরও ১। ধৃতের নাম সঞ্জয় সিং। তিনি দুর্গাপুরের ব্যবসায়ী বলে জানা গেছে। আজই তাঁকে আসানসোল আদালতে তোলা হবে। ধৃতকে সিবিআই হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: সাম্মার্গ চিটফান্ড কর্তা একসময় রাজুর বাড়িতেই গা ঢাকা দিয়েছিল, দাবি সিবিআইয়ের
বর্ধমান সানমার্গের অরগানাইজেশন প্রতারণা মামলায় দুর্গাপুরের বাসিন্দা সঞ্জয় সিংকে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই। সেখানে টানা ১০ ঘণ্টা জেরা করার পর মঙ্গলবার রাতেই তাঁকে গ্রেফতার করল সিবিআই।এই নিয়ে এই মামলায় ৩ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত ২ সেপ্টেম্বর হালিশহর পুরসভার চেয়ারম্যানকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ ৮০ লক্ষ টাকা। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। এরপর উঠে আসে দুর্গাপুরের ব্যবসায়ী সঞ্জয় সিং-এর নাম।মঙ্গলবার বেলা ১১টা নাগাদ রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিংকে বেশকিছু নথিপত্রসহ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। সেখানেই চলে জিজ্ঞাসাবাদ। কিন্তু বয়ানে কিছু অসঙ্গতি মিলতেই রাতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সঞ্জয় সিং-কে জিজ্ঞাসাবাদে আরও একাধিক নাম উঠে আসতে পারে।