চলতি বছর ইউএস ওপেনে খেলে পেশাদার টেনিস থেকে অবসর নেন সেরেনা উইলিয়ামস। ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনার অবসর নিয়ে আবেগে ভেসেছিল টেনিস বিশ্ব। কিন্তু এই মার্কিন মহাতারকা টেনিস খেলোয়াড় ইঙ্গিত দিলেন, তিনি অবসর ভেঙে মাঠে ফিরতে পারেন। সেরেনা বলছেন, তিনি অবসর নেননি। বাড়িতে টেনিস কোর্টে নিয়মিত প্র্যাকটিশ করছেন। পেশাদার টেনিসে ফেরার সম্ভাবনা অনেকটা বলে সেরেনা জানিয়েছেন। নিউ ইয়র্কে মার্কিন ওপেনে ফ্লাশিং মিডোয় তৃতীয় রাউন্ডে হেরে টেনিস কেরিয়ার সেষ হয়েছিল সেরেনার।
সান ফ্রান্সিসকোতে নিজের সংস্থার এক অনুষ্ঠানে এসে সেরেনা বলেন, “আমি এখনও অবসর নিইনি। আমার কোর্টে প্রত্যাবর্তনের অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আপনি আমার বাড়িতে এসে দেখতে পারেন। সেখানে একটা কোর্ট রয়েছে।”চলতি বছর ৯ অগাস্ট টেনিস থেকে সরে যাওয়ার সময়ও কিন্তু সেরেনা অবসর কথাটা বলতে রাজি হননি। তিনি শুধু বলেছিলেন, তাঁর পরিবারকে সময় দেওয়ার জন্য তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে।
৪১ বছরের সেরেনার দীর্ঘ বর্ণময় কেরিয়ারের শেষে একটাই মাত্র আক্ষেপ ছিল। তা হল, মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ভাঙতে না পারা। সেরেনার সেই আক্ষেপ কী মিটতে পারে? অবসর ভেঙে কোর্টে ফিরে সেরেনা কি গ্র্যান্ডস্লাম জিততে ঝাঁপাবেন? জল্পনটা উস্কে দিলেন সেরেনা।













































































































































