“চলো গ্রামে যাই”, পয়লা নভেম্বর থেকে তৃণমূলের নয়া কর্মসূচি

0
1

আগেই ঘোষণা করা হয়েছিল উৎসবের মরশুম শেষ হলেই ফের রাজ্যজুড়ে রাজনৈতিক কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বেন তৃণমূলের (TMC) সর্বস্তরের নেতা-কর্মীরা। গোটা রাজ্যে (West Bengal)  বিজয়া সম্মেলনীতে দারুণ সাড়া পেয়েছে ঘাসফুল শিবির। এবার নতুন উদ্যমে ময়দানে নামছে তৃণমূল (TMC) ।

বছর পেরোলেই পঞ্চায়েত ভোট। যা ২০২৪ লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির কাছে অ্যাসিড টেস্ট বলেই মনে করা হচ্ছে। লোকসভার আগে সেমিফাইনালও বলা যায় এই ভোটকে। তাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নয়া কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের।

মূলত মহিলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি গ্রহণ করেছে।পঞ্চায়েত ভোটের আগে এই কর্মসূচির পোশাকি নাম দেওয়া হয়েছে “চলো গ্রামে যাই”! আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি।

পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে গ্রামের মানুষের সুবিধা-অসুবিধা কথা সরাসরি শুনবেন নেত্রীরা। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটি জেলায় ও বুথে বুথে হবে তৃণমূলের পঞ্চায়েতি সভা। সেই সভায় উপস্থিত থাকবেন মহিলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই সমস্ত সভার পর বুথ ভিত্তিক রিপোর্ট জমা পড়বে দলীয় নেতৃত্বের কাছে।