কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই আজ, মঙ্গলবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ঋষি সুনক। এরপরেই ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ঋষি সুনক। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে গোটা বিশ্ব।

এদিকে, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ৭৩ বছরের লিজ ট্রাস মঙ্গলবার সকালে ১০ ডাউনিং স্ট্রিটে তাঁর শেষ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন। তারপরই বাকিংহাম প্যালেসে রীতিমেনে আনুষ্ঠানিকভাবে রাজার কাছে তার পদত্যাগপত্র পেশ দেবেন।
সুনক তারপর রাজার সাক্ষাতে প্যালেসে পৌঁছাবেন। ব্রিটেনের রাজা তাঁকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত করবেন। প্রাক্তন চ্যান্সেলর অফ এক্সচেকার এরপরে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ভাষণ দেবেন। ৪২ বছর বয়সী সুনকের সঙ্গে থাকবেন স্ত্রী অক্ষতা মূর্তি এবং কন্যা কৃষ্ণা এবং আনুশকা। তাঁরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন।











































































































































