গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূমের (Birbhum) তৃণমূলের (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। পুরো উৎসবটাই জেলে কাটছে তাঁর। এরই মধ্যে মঙ্গলবার আসানসোল (Asansol) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা জন্য নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রতকে (Anubrata Mondal)। সেখানে দেখা যায় প্রায় ৯ কেজি ওজন কমে গিয়েছে বীরভূমের ‘কেষ্টদা’র।
হাসপাতাল সূত্রে খবর, ৬০ দিনে প্রায় ৯ কেজি ওজন কমেছে তৃণমূল বীরভূম জেলা সভাপতির। জেলে হেফাজতে যাওয়ার আগে অনুব্রত ওজন ছিল ১১০ কেজি। এখন সেই ওজন কমে দাঁড়িয়েছে ১০১ কেজিতে। যে ওষুধগুলি তিনি নিয়মিত খান সেগুলিই চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দৈহিক ওজন কমলেও রাজনীতিতে অনুব্রতর ওজন কমেছে কি? তিনি এখনও দলের জেলা সভাপতির চেয়ারেই রয়েছেন। তবে তাকে ছাড়া এবার তার কালীপুজোর জৌলুস বেশ খানিকটা কমেছে।