রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারা ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি। তাঁর অপরাজিত ৮২ রানের ইনিংসের সৌজন্যে পাকিস্তানকে ৪ উইকেটে হারায় রোহিত শর্মার দল। আর পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রান করতেই একাধিক রেকর্ড গড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। পিছনে ফেলে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রান করতেই টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক হলেন কিং কোহলি। টপকে গেলেন রোহিত শর্মাকে। রোহিত শর্মার এখনও পযর্ন্ত রান সংখ্যা ৩৭৪১। এর মধ্যে ৮৫১ রান করেছেন টি-২০ বিশ্বকাপে। টি-২০ ক্রিকেটে এখনও পযর্ন্ত বিরাটের রান সংখ্যা ৩৭৯৪। টি-২০ বিশ্বকাপে কোহলির মোট রান ৯২৭। তিনি রোহিত শর্মার ৮৫১ রানের নজির টপকে গেলেন। এখন টি-২০ টুর্নামেন্টে কোহলিই সর্বোচ্চ ভারতীয় রান স্কোরার। তিন নম্বরে তার পরে রয়েছেন যুবরাজ সিং, যিনি ৫৯৩ রান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
রেকর্ডের ছড়াছড়ি এখানেই শেষ নয়, কোহলি এবং হার্দিক পান্ডিয়া পঞ্চম উইকেটে জুটির রান ১১৩। টি-২০ পাঁচ নম্বর বা তার নীচে কোনও উইকেটে জুটির নিরিখে এটি পঞ্চম সর্বোচ্চ। ভারতের হয়ে এটিই সবার উপরে। আগের রেকর্ড ছিল ২০১৩-য় মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিং-র অবিচ্ছিন্ন ১০২ রানের জুটি।