ইতিহাস গড়লেন ঋষি সুনক। প্রথমবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ দায়িত্বে বসতে চলেছে একজন ভারতীয় বংশোদ্ভূত। লিজ ট্রাসের পদত্যাগের পর নির্বাচনী লড়াইয়ে সোমবার জয়ের হাসি হাসলেন ঋষি। প্রতিদ্বন্দ্বী পেনি মোরডান্টকে কার্যত দুরমুশ করে সহজ জয় হাসিল করলেন তিনি।
প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে লিজের ইস্তফার পর পরবর্তী নাম হিসেবে সর্বাগ্রে উঠে এসেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। গতকাল তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে সর্বপ্রথম ব্রিটেনের অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে কাজ করবেন তিনি। এবং নিজের দলকে ঐক্যবদ্ধ করতে সমস্ত রকম চেষ্টা চালাবেন। সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত উঠে এসেছিল ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ঋষি। সেই সম্ভাবনাকে সত্যি করে এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী চেয়ারে বুঝতে চলেছেন একজন ভারতীয় বংশোদ্ভূত। সূত্রের খবর আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ঋষি।
প্রধানমন্ত্রী পদের দৌড়ে প্রথম দফায় লিজ ট্রাসের কাছে হেরে ছিটকে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি। নির্বাচনী লড়াইয়ে লিজ পেয়েছিলেন ৫৭.৪ শতাংশ ভোট এবং ঋষি পেয়েছিলেন ৪২.৬ শতাংশ ভোট। তবে মাত্র ৪৫ দিনের মাথায় প্রবল চাপে পড়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন লিজ। দ্বিতীয় দফার নির্বাচনী লড়াইয়ে অবশেষে জয়ের মুকুট উঠলো ঋষির মাথায়।