ভাইফোঁটায় (Bhai Phonta) কমছে মেট্রোর (Metro Rail) সংখ্যা। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro Rail) কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আগামী ২৭ অক্টোবর, বৃহস্পতিবার আপ-ডাউন মিলিয়ে মোট ২৩৪টি ট্রেন চলবে। অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট (East West Metro) মেট্রোতেও সংখ্যাটা ১০০ থেকে কমে দাঁড়াবে ৯০ তে। কলকাতা মেট্রোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভাইফোঁটার দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (Dakshineswar To Kavi Subhas) পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে ১১৭ টি করে অর্থাৎ মোট ২৩৪টি মেট্রো চলবে।
যদিও প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। বৃহস্পতিবার (Thursday) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে। একই সময়ে অর্থাৎ সকাল ৬.৫০ মিনিটে দমদম (DumDum) থেকে কবি সুভাষগামী মেট্রো পাওয়া যাবে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায় এবং সকাল ৬.৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলাচল শুরু করবে।
পাশাপাশি বদল আনা হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচীতেও। ওইদিন প্রায় ২০ মিনিট অন্তর ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। শিয়ালদহ থেকে সেক্টর ৫-এর প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫মিনিটে এবং সল্টলেক থেকে শিয়ালদহের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। তবে দিনের শেষ মেট্রোর সময়সূচিতেও কোনও বদল হচ্ছে না। রাত ৯টা ২৮ মিনিটেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো মিলবে। অন্যদিকে রাত সাড়ে ৯টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো পাবেন যাত্রীরা।