আলোর উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

0
3

আজ আলোর উৎসব। দেশজুড়েই এই উৎসবে মেতেছে দেশবাসী। এই উৎসবের দিনে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালেই টুইটারে তিনি লেখেন, “এই আলোর উৎসব আমাদের সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক এই কামনা করি ।”

আরও পড়ুন:দেবভূমিতে দীপাবলির উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এদিন টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “সবাইকে দীপাবলির শুভেচ্ছা । দীপাবলি আলোর উৎসব । এই উৎসব আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এই কামনা করি ।” পাশপাশি পরিবার ও পরিচিতদের নিয়ে সকলকে দীপাবলির আনন্দে মেতে উঠতে আহ্বানও জানান তিনি ।

প্রসঙ্গত, এবছর দীপাবলির আগের দিন অযোধ্যায় গিয়ে রাম লালার পুজো করেন তিনি ৷ পাশাপাশি অযোধ্যার দীপোৎসবে অংশ নেন প্রধানমন্ত্রী।