আলিপুর কালেক্টরেট স্টাফ রিক্রিয়েশন ক্লাবের “বিজয়া সম্মিলনী”

0
3

আলিপুর কালেক্টরেট স্টাফ রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় “বিজয়া সম্মিলনী” অনুষ্ঠিত হল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল , সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ক্রীড়া শাখার চেয়ারম্যান স্বপন বন্দ্যেপাধ্যায় ও অনান্যরা।

সবার উপস্থিতিতে বিজয়া সম্মিলনীর এই অনুষ্ঠান এক অন্য মাত্রা পেয়েছিল।