আরামবাগে বিজয়া সম্মিলনীতে চাঁদের হাট

0
4

আরামবাগে রবীন্দ্রভবনে বিজয়া সম্মিলনী উৎসব ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। এই অনুষ্ঠানকে ঘিরে যেন চাঁদের হাট।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়,যুব সভাপতি পলাশ রায়, এবং ব্লক ও টাউনের সব নেতৃত্বরা।

আরও পড়ুনঃ বাম-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চাকদহ, বিজেপি নেতা রাহুল সিনহার গাড়ি ভাঙচুর
এবারের দুর্গাপুজোয় যেভাবে মানুষের ঢল নেমেছিল মন্ডপে মন্ডপে এবং প্রশাসনিক স্তরে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তার জন্য বক্তাদের কন্ঠে ছিল সাধুবাদের সুর। ফের বাংলা মেতে উঠেছিল দুর্গাপুজোর আনন্দে। উৎসবের রেশ যে এখনও কাটেনি, এদিনের বিজয়া সম্মিলনীতে ফের তা প্রমাণ হল।