খেলতে খেলতে বিদ্যুৎস্পৃষ্ট! হাওড়ায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃ*ত্যু

0
2

বন্ধুদের সঙ্গে পাড়ার মাঠে ফুটবল খেলছিল শিশুটি।আচমকাই বিদ্যুতের তারে পা লেগে বিপত্তি। তারে পা পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ল বারো বছরের ওই খুদে। শনিবার বিকেলে হাওড়ার শিবপুরে নবান্নের কাছে কাজিপাড়ার মালিবাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়েরা আহত শিশুকে ধরাধরি করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শিবপুর থানার পুলিশ।

আরও পড়ুন:জলমগ্ন বেঙ্গালুরুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

স্থানীয় সূত্রে খবর, এলাকার এভারগ্রিন স্পোটিং ক্লাবের মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল বছর বারোর ইরফান খান। হঠাৎই খেলার সময় বিদ্যুতের ছেঁড়া তারে পা পড়ে যায় তার। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে সে। বেশ কিছুক্ষণ মাঠের মধ্যেই অচৈতন্য অবস্থায় পড়ে ছিল ইরফান। নজরে আসতেই দ্রুত তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও ইরফানের পরিবারকেও। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ছোট্ট ইরফানকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়।
পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর নাম ইরফান। ষষ্ঠ শ্রেণির পড়ুয়া সে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে দিন কয়েক আগেই স্থানীয় ওই ক্লাবে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আলো লাগানোর জন্য বিদ্যুতের তার জোড়া হয়েছিল। সম্ভবত খেলার সময় কোনওভাবে ওই তার ছিঁড়ে যায়। সেই ছেঁড়া তারে পা লেগেই মৃত্যু হল কিশোরের।