পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলা নিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

0
1

গত মঙ্গলবারই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন আগামি বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় দল। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বললেন, আমার কাছে বিশ্বকাপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটাতেই মন দিতে চাই।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” আমার কথা হল এই বিশ্বকাপে ফোকাস করতে হবে, কারণ এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কি হবে সে নিয়ে আমরা চিন্তিত নই। এই নিয়ে কথা বলার কোনও মানেই হয় না, বিসিসিআই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা শুধু চিন্তায় রয়েছি আগামীকালের খেলা নিয়ে।”

গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেছিলেন, “আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস