এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন সলমন খান (Salman Khan)। এই মুহূর্তে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তীব্র জ্বরে ভুগছেন বলিউডের এই সুপারস্টার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যাবতীয় শুটিং বাতিল করেছেন তিনি। তিনি অসুস্থ হওয়ায়, বিগ বস সিজন ১৬-র সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কর্ণ জোহর (Karan Johar)।
গত ৫ দিন ধরে তীব্র জ্বরে ভুগছেন সলমন খান। তাঁকে এই মুহূর্তে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। সারা দেশেই এই মুহূর্তে ডেঙ্গি পরিস্থিতি চলছে। বিশেষজ্ঞরা বলেছেন, নভেম্বর অবধি থাকবে এই ডেঙ্গি পরিস্থিতি। তাই যতক্ষণ না অবধি তিনি সুস্থ না হওয়া অবধি, বিগ বস সিজন ১৬-র সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কর্ণ জোহর।
অক্টোবর থেকে শুরু হয়েছে বিগ বসের নয়া সিজন। সঞ্চালনায় সলমন খান। সলমনের অসুস্থতার জন্য বাতিল হয়েছে নতুন ছবি কিসি কা ভাই, কিসি কা জান, ছবির শুটিং।











































































































































